বহু প্রতিক্ষার অবসানের পর শনিবার হিমাচলপ্রদেশে আনুষ্ঠানিকভাবে অটল টানেলের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যাধুনিক সমস্ত রকমের ব্যবস্থা এই টানেলের মধ্যে রয়েছে। এই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা।হিমাচল প্রদেশের জন্য এই দিনটিকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। শনিবার বিজেপি সভাপতি জানিয়েছেন, হিমাচল প্রদেশের জন্য আজ ঐতিহাসিক দিন। মানালির সঙ্গে লাহোল স্পিতি উপত্যাকা সংযুক্ত করার কাজ করবে এই টানেল। ১২ মাস যেকোনও প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই টানেলকে ব্যবহার করা যাবে। চার থেকে পাঁচ ঘণ্টার সময় কম লাগবে। উল্লেখ করা যেতে পারে, আজ হিমাচলপ্রদেশে সশরীরে গিয়ে অটল টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়রাম ঠাকুর।
2020-10-03