বাঙ্গালী সংস্কৃতি নাশকারী আরবী সংস্কৃতির ধ্বজাধারী পিশাচেরা প্রবল ভাবে জেগে উঠেছিল ৭৩ বছর আগের আজকের দিনে, বাঙ্গালীর বারো মাসে তেরো পার্বণের অন্যতম এই কোজাগরী পূর্ণিমায়। তারা বাঙ্গলায় কথা বলত, কিন্তু অন্তরে ছিল আরব। তাই তারা ছিন্নভিন্ন করে দিয়েছিল বাঙ্গালীর ঐতিহ্যকে। নোয়খালী জেলার রামগঞ্জ, বেগমগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর, ছাগলনাইয়া ও সন্দ্বীপ থানা এবং ত্রিপুরা জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, চাঁদপুর, লাকসাম ও চৌদ্দগ্রাম থানার অধীনে সর্বমোট প্রায় ২০০০ বর্গকিলোমিটার এলাকায় চলেছিল হিন্দুগণহত্যা। হাজার হাজার হত, অগণিত আহত, অপহৃত, কয়েক লক্ষ ধর্মান্তরিত। শিশু থেকে বৃদ্ধা… ধর্ষিতা অগণিতা বঙ্গলক্ষ্মী। বাঙ্গালীকে শেষ করে দার-উর-ইসলাম প্রতিষ্ঠা ছিল তাদের লক্ষ্য।
সেদিনের সেই ভয়াবহতাকে স্মরণ করি আজ। ভবিষ্যৎকে সুরক্ষিত করার অঙ্গীকার বদ্ধ হই।