বিরোধীদের আন্দোলনের মধ্যেই কৃষি বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংসদের উভয়কক্ষে পাশ হওয়া তিনটি কৃষি বিলে রবিবার স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে তা এখন আইনে পরিণত হল। যা নিয়ে নির্দেশিকাও জারি করেছে সরকার।
১৮ সেপ্টেম্বর লোকসভায় এবং ২০ সেপ্টেম্বর রাজ্যসভায় পাশ হয়েছিল কৃষি বিল। রাজ্যসভায় বিল পাশ করাতে অনিয়মের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। যদিও সেই অভিযোগ খণ্ডন করে সরকার। তিনটি বিলের মধ্যে রয়েছে ফার্মার্স প্রোডিউস ট্রেন অ্যান্ড কমার্স( প্রোমোশন অ্যান্ড ফেলিসিটেশন ) বিল ২০২০, ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন) এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিস বিল ২০২০। কৃষি বিল সংসদে পাশ হওয়ার পরেই দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে। ইতিমধ্যে কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এনডিএ ত্যাগ করেছে এনডিএ-র দীর্ঘদিনের সহযোগী পঞ্জাবের অকালি দল। বিলে অনুমোদন না দিতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ তিন কৃষি বিল সংসদে পাশ হওয়ার পর ডজনেরও বেশি বিরোধী দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে বিলে সই না করতে অনুরোধ করেছিল। সংসদকে অবজ্ঞা করে এবং অসংবিধানিক ভাবে বিল পাশ করানোর অভিযোগ করেছিলেন তারা।তবে এরই মধ্যে রবিবার কৃষি বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সংসদের উভয়কক্ষে পাশ হওয়া তিনটি কৃষি বিলে আজ স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে তা এখন আইনে পরিণত হল। যা নিয়ে নির্দেশিকাও জারি করেছে সরকার।
2020-09-28