চলতি সপ্তাহে সফলভাবে উৎক্ষেপিত হল ভারতের নয়া ক্ষেপণাস্ত্র। মনে করা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিঃসন্দেহে ভারত ও চীনের মনে ত্রাসের সঞ্চার করবে।’প্রলয়’ নামক এই ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ হওয়ার পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর তরফে শুভেচ্ছাবার্তাও পায় টিম ডিআরডিও।ডিআরডিও (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) প্রলয়-এর পরীক্ষা করে ওড়িশার উপকূলে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ৩৫০ থেকে ৫০০ কিলোমিটারের স্বল্প পাল্লার বলে জানা গেছে। এই ক্ষেপণাস্ত্র ৫০০ থেকে ১০০০ কিলোগ্রাম ভার বহনে সক্ষম। পৃথ্বী ডিফেন্স ভেহিকেল প্রোগ্রামের এক্সোঅ্যাটমস্ফিয়ারিক ইন্টারসেপ্টর মিসাইলের উপর ভিত্তি করে ‘প্রলয়’ তৈরি করা হয়েছে বলে জানা গেছে।এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপিত হওয়ার পরেও একদম মাঝ আকাশে নিজের দিশা বদলে নিতে পারে। একইসঙ্গে এই ক্ষেপণাস্ত্র মোবাইল লঞ্চারের মাধ্যমেও সহজে নিক্ষেপ করা যেতে পারে। এই আধুনিক ‘সারফেস-টু-সারফেস’ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণের পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিজ টুইটার হ্যান্ডেল থেকে ডিআরডিওকে শুভেচ্ছা বার্তা জানান।
2021-12-24