করোনা মারণ দৌড়াতে জেরে বিপর্যস্ত বিহার (Bihar)। একদিকে বন্যা অন্যদিকে করোনা। এই দুইয়ের সাঁড়াশি চাপে দিশেহারা রাজ্য প্রশাসন। বিগত দুই দিনে বিহারে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৬০৫।শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছিল ১৩১১ এবং শনিবার আক্রান্ত হয়েছিল ১২৯৪।রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে বিগত ২৪ ঘন্টার মধ্যে ১২৪৬১ নমুনা পরীক্ষা করা হয়েছে।সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছে ২৪৫২০। রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার ৬৭.৫২ শতাংশ।অন্যদিকে রাজ্যের পরীক্ষার করার হার কম থাকার জন্য টুইটারে নিন্দা হয়েছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আর জে ডি নেতা তেজস্বী যাদব। তার দাবি প্রতি ১০ লক্ষ গোটা ভারতের তুলনায় কম পরীক্ষা হচ্ছে বিহারে। এখনও পর্যন্ত রাজ্যের মাত্র o .৩৫ শতাংশের মানুষের করোনা পরীক্ষা হয়েছে। প্রতি দশ লক্ষ্যে বিহারে করোনা পরীক্ষা হয়েছে ৩৫০৮ জনের।
2020-07-26