অবাক করার মতো হলেও সত্যি। গত ছয় বছরে সাড়ে ছয় লক্ষ্য (6.5 lacs) পাকিস্তানীকে (Pakistani) বিতাড়িত হতে হয়েছে এই পৃথিবীর ১৩৮ টি দেশ থেকে। এই দেশ গুলির মধ্যে ৭২% (72%) দেশই ইসলামিক দেশ , বাকিরা মূলত পশ্চিমীদেশগুলি।
মুসলিম দেশগুলির মধ্যে পাকিস্তানিদের ঘাড়ধাক্কা দিয়ে বার করেছে মূলত সৌদি আরব(Saudi Arab), বাহরিন (Bahrin) , ইউনাইটেড আরব এমিরেটস (UAE) , কাতার(Qatar) ও তুরস্ক।
এছাড়া পশ্চিমি দেশ গুলির মধ্যে এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে আমেরিকা(America) , জার্মানি (Germany) অস্ট্রিয়া(Austria) ফ্রান্স(France) ও পোল্যান্ড(Poland)। এছাড়া রয়েছে আরো অনেক দেশ যারা গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে পাকিস্তানিদের।
কিন্তু কি অভিযোগ এই পাকিস্তানিদের বিরুদ্ধে ?
কি কি বিষয়ে অভিযোগ নেই বললে বোধহয় ভালো হতো।
যাই হোক , পাকিস্তানিদের বিরুদ্ধে বিভিন্ন দেশে আছে হরেক অভিযোগ, যেমন , চুরি , খুন , ডাকাতি , রাহাজানি , ধর্ষণ , যৌন হেনস্থা ও লাঞ্ছনা , জাতি বিদ্বেষ ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো , জিহাদ ছড়ানো , সরকারি সম্পত্তি নষ্ট থেকে একগুচ্ছ অপরাধ।
তবে লন্ডনের পাকিস্তানী বংশোদ্ভূত মেয়র সাদিক আমান খান (Sadiq Aman Khan) খুব ইঙ্গিতপূর্ণ একটা কথা বলেছেন সম্প্রতি। তিনি বলেছেন যে বড় বড় শহরে জেহাদি কর্মকান্ড হবেই , এতে আশ্চর্য বা শংকিত হওয়ার কোনো কারণ নেই।
বক্তব্যটি যথেষ্টই ইঙ্গিতপূর্ণ মনে হতে পারে।
Snippets: In last six years, a staggering 6.5 lakh Pakistanis were deported from 138 different nations of the world. They were driven out mostly from even 72% Islamic countries besides some other Western countries. This is due to their criminal backgrounds.)