কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতেই সেনাবাহিনী ঝাঁপাবে পাক অধীকৃত জম্মু-কাশ্মীর দখলে,বিস্ফোরক দাবি ভারতীয় সেনাপ্রধানের

“কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত পেলেই পাকিস্তান অধীকৃত জম্মু-কাশ্মীরকে দখল করতে ঝাঁপাবে ভারত |” মঙ্গলবার প্রধানের ভার নিয়ে আবার একটি বিস্ফোরক মন্তব্য করেন ভারতীয সেনাবাহিনীর নব্য সেনাপ্রধান এমএম নারাওয়ানে | সম্প্রতি একটি সাক্ষাতকারে তিনি একথা ঘোষণা করেন | ভারতের অন্তর্গত জম্মু-কাশ্মীরের বিশেষ অধিকার তুলে নেওয়ার পর থেকেই এ নিয়ে বিস্তর কানাঘুষো চলছিল |

পাক অধীকৃত জম্মু-কাশ্মীরকেও নিজেদের মধ্যে অন্তর্ভূক্তি চায় ভারত | সেকথা ঠাঁরেঠোঁরো অনেক সময়ই শোনা গিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রীর মুখ থেকে | শেষ সেপ্টেম্বর মাসে এমনকি সেকথা শোনা গিয়েছিল ভারতের নব নিযুক্ত বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের মুখেও| তিনি বলেন,” আমরা আশা করি একদিন আমাদের সঙ্গে ওই অংশকে কার্যতই জুড়তে পারবো |”

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই বিবৃতির পর স্বাভাবিকভাবেই এতে প্রমাদ গুনেছিল ইসলামাবাদ | প্রসঙ্গত ভারতের তিন বছরের মধ্যে করা পরপর দুটি সার্জিক্যাল হামলার পর আবারও তা প্রয়োজনে করা হরতে পারে বলে যে বিবৃতি দিয়েছিলেন নারওয়ানে তা নিয়ে ইতিমধ্যেই কড়া বিবৃতি দিয়েছে ইসলামাবাদ | এবারে পাক অধীকৃত জম্মু-কাশ্মীর নিয়ে সেনাপ্রধানের এই বিবৃতি ঘিরে ইসলামাবাদ কি প্রতিক্রিয়া দেন তার দিকে তাকিয়ে কূটনৈতিক মহল |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.