মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদ জেলায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ১৪ জন পরিযায়ী শ্রমিকের। জখম হয়েছেন আরও ৫ জন। জখম অবস্থায় ৫ জনকে উদ্ধার করে ঔরাঙ্গবাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ-মধ্য রেল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভোরে দক্ষিণ-মধ্য রেলের নান্দেদ ডিভিশনে জালনা এবং ঔরাঙ্গবাদের (বদনাপুর ও কারমাদ স্টেশনের মাঝে) মাঝে কমপক্ষে ২০ জন পরিযায়ী শ্রমিকদের উপর থেকে ছুটে যায় একটি খালি মালগাড়ি।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রের খবর, ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন ১৪ জন, এছাড়াও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে উদ্ধার করে ঔরাঙ্গবাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ও জখমরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। রেললাইন ধরে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন তাঁরা। তাঁদের বাড়ি ছত্তিশগড়ে, এমনটাই প্রাথমিকভাবে জানা গিয়েছে।
রেল সূত্রের খবর, শুক্রবার ভোরে রেললাইনের উপর বেশ কয়েকজন শ্রমিককে দেখতে পান মালগাড়ির লোকো পাইলট, ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন তিনি, ততক্ষনে পারভানি-মানমাদ সেকশনে বদনাপুর ও কারমাদ স্টেশনের মাঝে ট্রেনটি তাঁদের ধাক্কা মারে। জখমরা ঔরাঙ্গবাদের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত শুরু হয়েছে।