গতকাল সন্ধ্যায় ১৭ মে পর্যন্ত লকডাউনের (Lockdown) সময়সীমা বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার। তবে আগামী সোমবার থেকে শর্তসাপেক্ষে একাধিক ছাড়ের ঘোষণাও করা হয়েছে। কন্টেনমেন্ট এলাকার বাইরের রেড জোনেও মিলবে বেশকিছু ছাড়। বর্তমানে প্রতিদিন দেশে গড়ে প্রায় ২০০০ লোক নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ৪ মে থেকে লকডাউন সম্পূর্ণ প্রত্যাহার করে নিলে প্রবল গতিতে ভারতের মতো জনঘনত্বপূর্ণ দেশে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। তাই শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) -সহ মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করে লকডাউন তৃতীয় দফায় রথ বাড়ানোর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
অর্থনীতিকে গতিময় করতে তৃতীয় দফায় রেড জোনের গ্রামীণ এলাকায় বেশকিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গ্রামীণ এলাকায় থাকা শিল্প ও নির্মাণ কাজ শুরু করা যাবে। চালু করা যাবে ১০০ দিনের কাজের প্রকল্প। খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট ও ইটভাটা খোলার অনুমতি মিলেছে। গ্রামীণ এলাকায় খোলা যাবে সব ধরনের দোকানও। কৃষিকাজ, পশুপালন জাতীয় কাজেও ছাড়পত্র দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বৃদ্ধাশ্রম খোলার যেমন অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি জল, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, ইন্টারনেট, ক্যুরিয়ারের মতো জন-পরিষেবা খোলা হচ্ছে। গ্রামীণ এলাকায় কর্ম সংস্থান তৈরির পাশাপাশি মানুষের হাতে নগদ অর্থের জোগানের জন্যই ওই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।