যথাসময়ে বর্ষার আগমণ হল দেশে। দক্ষিণ ভারতের রাজ্য কেরলে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল আনন্দ কুমার শর্মা জানিয়েছেন, পূর্বাভাস মতোই কেরলে আগমণ হয়েছে বর্ষার। বর্ষার আগমণ হতেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কেরলের বিভিন্ন জেলায়। বৃষ্টিতে ভিজছে তিরুবনন্তপুরম, কোল্লাম, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম-সহ বিভিন্ন জেলা।
বর্ষার আগমণের শুরুতে, কেরলের ন’টি জেলায় ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। এই ন’টি জেলা হল-তিরুবনন্তপুরম, কোল্লাম, পত্তনমতিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি, মালাপ্পুরাম এবং কান্নুর।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, কেরলের (Kerala) তিরুবনন্তপুরম, কোল্লাম, পত্তনমতিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইদুক্কি, মালাপ্পুরাম এবং কান্নুর-এই ন’টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আইএমডি-র পূর্বাভাস মতো।