আর কয়েকদিন পরেই গোটা দেশ মেতে উঠবে নতুন বছরকে আমন্ত্রণ করার জন্য। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে নতুন বছরের বার্ষিক ছুটির তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আর এবারে জম্মু এবং কাশ্মীরে ২০২০ সালের বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ পড়ল প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লার জন্মদিন এবং শহিদ দিবস। যা নিয়ে আবারও সরগরম উপত্যকা। যদিও যোগ করা হয়েছে ২৬ অক্টোবর ভারতভুক্তি দিবস।
এমনিতেই ৩৭০ধারা বাতিলের পর থেকেই পাহাড়ে শান্তি বজায় রাখাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেদিক থেকে কোন রকম ঝুকি নিতে চাইনি কেন্দ্রীয় সরকার। যাতে কোনভাবেই অশান্তি ছড়াতে না পারে সেই কারণে বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এছাড়াও মোতায়েন করা হয়েছিল সেনাবাহিনী। নিশ্ছিদ্র নিরাপত্তাতে মুড়ে ফেলা হয়েছিল এই অঞ্চল। আর তারপরে নতুন বছর পরার আগেই এই ছুটির তালিকা নিয়ে আবারও উত্তপ্ত জম্মু ও কাশ্মীর।
শুক্রবার রাতে ডেপুটি সেক্রেটারি অফ দা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের জি এল শর্মা ২০২০ সালে জম্মু কাশ্মীরে এই ছুটির তালিকা প্রকাশ করেছিলেন। আর তালিকা সামনে আসার পরে অবাক হয়েছেন অনেকেই।
১৩ জুলাই শহিদ দিবস এবং ৫ ডিসেম্বর যা শেখ আব্দুল্লার জন্মদিবস হিসেবে পালন করা হয়ে থাকে সেই দুইটি দিন ছুটির তালিকার মধ্যে নেই। কিন্তু ২৬ অক্টোবর রয়ছে। তবে ২০২০ সালের ছুটির তালিকাতে মোট ৪৬ টি ছুটি রয়েছে তাঁর মধ্যে কাশ্মীরের জন্য চারটি, জম্মুর জন্য তিনটি তাছাড়া ৮ টি স্থানীয় ছুটি এবং চারটি রেস্ট্রিকটেড ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।
যদিও ২০১৯ সালে পাহাড়ে ৪৭ টি ছুটি ছিল। ২৬ অক্টোবর ১৯৪৭ সালে মহারাজা হরি সিং লর্ড মাউন্টব্যাটেনের চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন। সেই কারণে ২৬ তারিখ বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করা হয়ে থাকে। জম্মু ও কাশ্মীরে ১৩ জুলাই প্রতি বছর শহিদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।