দৈনিক কোভিড-১৯ পরীক্ষা ফের বাড়ল ভারতে। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১১.৩২ লক্ষেরও বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৭.৭৮ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১১,৩২,৬৭৫টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত সমগ্র দেশে ৭,৭৮,৫০,৪০৩টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
ভারতে করোনাকে হারিয়ে সুস্থতার সংখ্যা ক্রমশই বাড়ছে। একইসঙ্গে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহে ভারতের ২৫টি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা-আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। ভারতে মোট আক্রান্তের ৮৩.৭০ শতাংশ করোনা-রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৯,৪৪,৯৯৬। তবে, মৃত্যুর সংখ্যা প্রতিদিনই অস্বস্তি বাড়াচ্ছে, ভারতে মৃত্যু ছাড়িয়েছে ১ লক্ষ। শনিবার সকাল আটটা পর্যন্ত ১,০০,৮৪২ জনের প্রাণ কেড়েছে করোনা।
2020-10-03