ভারতজুড়ে
অব্যাহত করোনার (Corona) মারণ দৌরাত্ম্য। একদিনে
নতুন করে আক্রান্ত ৫২৪২। নিহত
১৫৭। ফলে
সোমবার সকাল পর্যন্ত আক্রান্তের
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬১৬৯। সব
মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে
হয়েছে ৩০২৯। এর
মধ্যে সুস্থ হয়ে বাড়ি
ফিরেছেন ৩৬৮২৪। এদিন
সকালে এমনই তথ্য জানিয়েছে
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
উল্লেখ
করা যেতে পারে সোমবার
থেকে দেশজুড়ে জারি চতুর্থ দফার
লকডাউন। কিন্তু
ক্রমেই দাপট দেখিয়ে চলেছে
করোনা।ইতিমধ্যেই
আক্রান্তের নিরিখে প্রতিবেশী চীনকে
ছাড়িয়ে গিয়েছে ভারত। বিশ্বে
করোনায় আক্রান্তের নিরিখে একাদশ স্থানে
রয়েছে ভারত। গোটা
দেশজুড়ে সবথেকে খারাপ অবস্থা
মহারাষ্ট্রের।সেখানে
আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
৩৩০৫৩। নিহত
১১৯৮। এর
পরেই রয়েছে গুজরাট।সেখানে করোনায় আক্রান্ত
বেড়ে হয়েছে ১১৩৭৯।
তামিলনাড়ুতে আক্রান্ত ১১২২৪। তালিকায়
চতুর্থ স্থানে রয়েছে আম
আদমি পার্টি শাসিত আধা
রাজ্য দিল্লি। সেখানে
আক্রান্ত ১০০৫৪।