সংক্রমণ থামার কোনও লক্ষণই নেই। ভারতে (india)করোনাভাইরাসে (corona virus)আক্রান্তের সংখ্যা ১২ ছাড়িয়ে গেল। মৃত্যুও হয়েছে ৪১৪ জনের। তবে, ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১৪৮৯ জন। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১২,৩৮০ জন (‘অ্যাক্টিভ’ করোনা রোগী ১০,৪৭৭)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৪। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৪৮৯ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৪১৪ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে একজনের, দিল্লিতে ৩২ জনের, গুজরাটে ৩৩ জনের, হিমাচল প্রদেশে একজনের, হরিয়ানায় ৩ জনের, জম্মু-কাশ্মীরে ৪ জনের, ঝাড়খণ্ডে দু’জনের, কর্ণাটকে ১২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩ জন, মধ্যপ্রদেশে ৫৩ জন, মহারাষ্ট্রে ১৮৭ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ১৩ জন, রাজস্থানে ৩ জনের, তামিলনাড়ুতে ১৪ জন, তেলেঙ্গানায় ১৮ জন, উত্তর প্রদেশে ১১ জন এবং পশ্চিমবঙ্গে ৭ জন প্রাণ হারিয়েছেন।দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু, এই তিন রাজ্যের পরিস্থিতি এখনও সবচেয়ে উদ্বেগজনক। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২৯১৬, তামিলনাড়ুতে ১২৪২, দিল্লিতে ১৫৭৮, কেরলে ৩৮৮, কর্ণাটকে সংক্রমিত ২৭৯ জন। অন্ধ্রপ্রদেশে ৫২৫ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১১ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৩৩ জন, বিহারে ৭০ জন, চন্ডীগড়ে ২১ জন, ছত্তিশগড়ে ৩৩ জন, গোয়ায় ৭ জন, গুজরাটে ৭৬৬ জন, হরিয়ানায় ২০৫ জন, হিমাচল প্রদেশে ৩৫ জন, জম্মু-কাশ্মীরে ৩০০ জন, ঝাড়খণ্ডে ২৮ জন, লাদাখে ১৭ জন, মধ্যপ্রদেশে ৯৮৭ জন, মণিপুরে দু’জন, মেঘালয় ৭ জন, মিজোরামে একজন, ওডিশায় ৬০ জন, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে ১৮৬ জন, রাজস্থানে ১০২৩ জন, তেলেঙ্গানায় ৬৪৭ জন, ত্রিপুরায় দু’জন, উত্তরাখণ্ডে ৩৭ জন, উত্তর প্রদেশে ৭৩৫ এবং পশ্চিমবঙ্গে ২৩১ জন।
2020-04-16