করোনার মারণ দৌরাত্ম্য অব্যাহত গোটা দেশজুড়ে। প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের
সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৯২৬০৫। ফলে সব মিলিয়ে
আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫৪ লাখের গণ্ডি। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫৪,০০,৬২০।এরমধ্যে
সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০, ১০, ৮২৪। সুস্থ হয়ে উঠেছে ৪৩, ০৩, ০৪৪। রবিবার সকালে
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রতর তরফ থেকে জানানো হয়েছে যে বিগত ২৪ ঘণ্টার
মধ্যে গোটা দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৩৩। ফলে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
৮৬৭৫২। সক্রিয় আক্রান্তের নিরিখে সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের।সেখানে সক্রিয়
আক্রান্তের সংখ্যা ৩, ০১, ২৭৩।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে সক্রিয়
আক্রান্তের সংখ্যা ১, ০১, ১৪৮। ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এর তরফ
থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত সারা দেশজুড়ে সব মিলিয়ে ৬, ৩৬, ৬১, ০৬০ জনের করোনা
পরীক্ষা করা হয়েছে।
2020-09-20