করোনার দৌরাত্ম্যে কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না ভারতে। বাড়তে বাড়তে ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৮৯,৫৮,৪৮৪-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। ভারতে গত কয়েকদিন ধরে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা কমছিল, কিন্তু বুধবার সারাদিনে ৪৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল নতুন সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫,৫৭৬ জন।
৫৮৫ বেড়ে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৩১,৫৭৮ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ৪৮,৪৯৩ জন, ফলে এযাবৎ দেশে করোনা-মুক্ত হয়েছেন ৮৩,৮৩,৬০৩ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪৩ হাজার ৩০৩ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে কমেছে ৩,৫০২ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক নতুন করে কোভিড-আক্রান্তের সংখ্যা যেমন কমেছে, তেমনই কমেছে প্রতিদিনের মৃত্যুর সংখ্যাও। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও নিম্নমুখী। ভারতে এই মুহূর্তে মাত্র ৪.৯৫ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন। সুস্থতার হার ৯৩.৫৮ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৭ শতাংশ।
2020-11-19