দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনার মারণ দৌরাত্ম্য। একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কোনমতেই করোনার সংক্রমণকে রোধ করা যাচ্ছে না।বিগত ২৪ ঘন্টা নতুন করে গোটা দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছে ৭৮৫২৪।ওই সময়ের মধ্যে দেশজুড়ে করোনায় নিহত হয়েছে ৯৭১ বলে বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, দেশের সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেশি বেড়ে দাঁড়িয়েছে ৬৮, ৩৫, ৬৫৬। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা রয়েছে ৯, ০২, ৪২৫। সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছে ৫৮, ২৭, ৭০৫। দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১, ০৫, ৫২৬।করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২, ৪৪, ৯৭৬। নিহত ৩৮০৭৯। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১, ১৬, ১৭২।নিহত ৯৫৭৪।কেরলে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯২২৪৬। নিহত ৯০৬। অন্ধ্রপ্রদেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৯৫১৩। নিহত ৬০৮৬। ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ এর তরফ থেকে জানানো হয়েছে ৭ অক্টোবর, বুধবার পর্যন্ত সব মিলিয়ে ৮, ৩৪, ৬৫, ৯৭৫ নমুনা পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে শুধুমাত্র বুধবার এই পরীক্ষা করা হয়েছে ১১, ৯৪, ৩২১ নমুনা।
2020-10-08