প্রকাশ্য দিবালোকে ২১ বছর বয়সী তরুণীকে গুলি করে হত্যা করল দুই যুবক। প্রথমে জোর করে নিজেদের গাড়িতে তোলার চেষ্টা করে অপরাধীরা। তরুণী বাধা দেওয়ায় গুলি চালায় অপরাধীরা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদের বল্লবগড়ের আগরওয়াল কলেজের সামনে। খুব কাছ থেকে গুলি করা হয় বলে মাটিতে লুটিয়ে পড়ে তরুণী। তখন খুন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অপরাধীরা। পরে পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বল্লবগড়ে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয় একজন তরুণীকে। কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন ওই তরুণী। অভিযুক্তরা জোর করে ওই তরুণীকে গাড়িতে বসতে বলে, কিন্তু যুবতী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় গুলি করে খুন করেছে।
চাঞ্চল্যকর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করার জন্য হরিয়ানার ডিজিপি-কে চিঠি লিখেছে জাতীয় মহিলা কমিশন। আমরা যথেষ্ট উদ্বিগ্ন। মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার জানিয়েছেন, ‘বল্লবগড়ের ঘটনায় অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, ‘কলেজ ছাত্রীকে গুলি করে হত্যার ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এসিপি (অপরাধ) অনিল কুমারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল দ্রুত তদন্ত নিশ্চিত করবে।’
ফরিদাবাদের আগরওয়াল কলেজে সোমবার পরীক্ষা দিতে গিয়েছিলেন নিকিতা তোমর নামের ওই তরুণী। তিনি বাণিজ্য বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্রী। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, আক্রমণকারী তৌসিফ এবং তার বন্ধু রেহান একটি গাড়িতে বসে অপেক্ষা করছিল। সেই গাড়ির সামনে দিয়ে সহপাঠীদের সঙ্গে নিকিতা যাওয়ার সময়ই হামলা চালানো হয়। পুলিশ সূত্রে খবর, ওই তরুণীকে জোর করে গাড়িতে তুলে নিতে চেয়েছিল যুবকরা। যা আটকাতে সক্ষম হয়েছিলেন নিকিতা। তাঁকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। সেই কাজে ব্যর্থ হয়েই পকেট থেকে বন্দুক বের করে গুলি করা হয় নিকিতাকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তরুণী। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়।ঘটনায় অভিযুক্ত দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত তৌসিফকে গ্রেফতার করা হয়েছে।