বিজেপির (BJP) কর্মী বৈঠক চলাকালীন সেই বৈঠকে লাঠিসোটা নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠলো স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গোসাবা থানার অন্তর্গত কচুখালি গ্রাম পঞ্চায়েতের হরিশপুর (Harishpur) গ্রামে। এই ঘটনায় অন্তত পাঁচজন বিজেপি (BJP) কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে গোসাবা ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপিরা আগে হামলা চালিয়েছে। সেই ঘটনার প্রতিবাদ করায় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাল বিজেপি (BJP) নেত্রী সুলেখা সামন্তের বাড়িতে একটি কর্মী বৈঠক করছিলেন জনা কুড়ি বিজেপি কর্মী। অভিযোগ, সেই সময় আচমকা একদল দুষ্কৃতী বাইকে করে এসে লাঠিসোটা নিয়ে হামলা চালায় তাদের উপর। এই ঘটনায় মাথা ফাটে সুশান্ত বীর নামে এক বিজেপি (BJP) কর্মীর। এছাড়াও নিরঞ্জন মিস্ত্রী (Niranjan Misty) , সুবীর বর্মণ (Subir Barman) সহ আরও বেশ কয়েকজন বিজেপি (BJP) কর্মী গুরুতর আহত হন। পাল্টা তৃণমূলের দাবি এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি তাই এলাকার মানুষ তার প্রতিবাদ করেছেন। ঘটনার খবর পেয়ে গোসাবা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।