ইসলামিক মৌলবাদীদের হাতে আহত হলেন জার্মানির বাসিন্দা। এর আগেও নিউজিল্যান্ডে এই ধরণের খবর প্রকাশ্যে এসেছিল। এবার, জার্মানিতে ঘটল অনুরূপ ঘটনা। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মুসলিম শরণার্থী। এই মুসলিম শরণার্থীর আঘাতে এক ব্যক্তি ও এক মহিলা।
জার্মান পুলিশ সূত্রে জানতে পারা গেছে যে, ওই অভিযুক্ত ব্যক্তি মৌলবাদী চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে এই হামলার মতো অপরাধমূলক কাজটি করেছে। ঘটনাটি ঘটেছে চলতি মাসেই ৪ঠা সেপ্টেম্বরে জার্মানির বার্লিনের উইলমার্সডর্ফ এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিদের মনে পুষে থাকা তীব্র ঘৃণার কারণেই এই ধরণের ঘটনা ঘটেছে।
২০১৬ সাল নাগাদ ওই আফগান ব্যক্তি জার্মানিতে শরণার্থী হিসাবে আশ্রয় নেন। বিগত ৫ বছর ধরে ২৮ বছর বয়সী ওই ব্যক্তি সেখানেই বাস করছেন। ঘটনাটি ঘটে শনিবারে। ওইদিন, তাঁর নিজ বাড়ির ফুলের বাগানে কাজ করছিলেন। ওই জার্মান মহিলাকে দেখেই তাঁর কাজের বিরোধিতা করে ওই আফগান শরণার্থী। অভিযুক্ত ব্যক্তি দাবি করে যে, মহিলাদের ওই কাজ করা উচিত নয়। এই বিষয়েই দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং এসবের মাঝে মহিলার গলায় একাধিকবার ছুরির কোপ মারে। অন্য এক ব্যক্তি মহিলাকে বাঁচাতে এলে, তাকেও ছুরি দিয়ে কুপিয়ে দেয় ওই আফগান শরণার্থী। বর্তমানে, ওই ব্যক্তি পুলিশি হেফাজতে।
2021-09-09