নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পরা চিনা গুপ্তচরকে জেরা করে চমকদার তথ্য পেলেন তদন্তকারীরা। সম্প্রতি, চিন দেশে ইংরাজি ভাষা সেখানে হয় না তাঁদের নাগরিকদের, নিজেদের ভাষাতেই পড়ানো হয়। সেখানে এই ধৃত চিনা নাগরিক হান জুনেই ইংরাজি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তা আবার সেনার অধীনস্ত বিশ্ববিদ্যালয় থেকে। এরপরই পুলিশের মন্তব্য, ভারতে চরবৃত্তির উদ্দেশ্যেই হানকে ইংরাজি শিক্ষা দেওয়া হয়েছে চিনা সরকারের পক্ষ থেকে। শুধু তাই নয়, হান সাইবার বিশেষজ্ঞ হিসেবে অতি দক্ষ।
গতকাল অর্থাৎ শনিবার হানকে আদালতে পেশ করে ৬ দিনের হেফাজতে রেখেছে মালদহের কালিয়াচক থানার পুলিশ। সেখান থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক তথ্য উঠে আসছে। উল্লেখ্য, চিনে ইংরাজি অনেকটাই ব্রাত্য। সেখানে বিদেশিরা বেড়াতে গেলেও চিনা নাগরিকরা ইংরাজি ভাষায় কথা বলতে চান না। সেখানে চিনের বিশ্ববিদ্যালয়ে ইংরাজি নিয়ে পড়াশোনা করেছে হান জুয়েই, যা উদ্বেগ এনে দিয়েছে সকলের মনেই। কি উদ্দেশ্যে তাকে ইংরেজি শিক্ষা দিয়েছে চিনা সরকার, এটাই এখন সবার প্রশ্ন।
জানা গেছে, চলতি বছরের ২ জুন তিনি ঢাকা থেকে এসেছিলেন। সেখান থেকে বাংলাদেশের নবাবগঞ্জে যান ৮ জুন। এরপর ১০ জুন বৃহস্পতিবার ভারতে প্রবেশ করার সময় ধরা পড়ে যান বিএসএফের হাতে। চিনা অনুপ্রবেশকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ টি অ্যাপল ল্যাপটপ, ২টি আইফোন, ১ টি বাংলাদেশি সিম, ১টি ভারতীয় সিম, ২টি চাইনিজ সিম, ২টি পেন ড্রাইভ, ৩টি ব্যাটারি, ২ টি ছোট টর্চ, ৫টি টাকা লেনদেনের মেশিন, ২টি এটিএম কার্ড, ইউএস ডলার, বাংলাদেশি টাকা এবং ভারতীয় মুদ্রা।
2021-06-14