ছত্তিশগড়ে ঘর ওয়াপসি ঘটলো ৪০০ পরিবারের ১,২০০ খ্রিষ্টান ধর্মালম্বী ব্যক্তির।
কুন্তাপানি, পাঠালগাওঁ অঞ্চলে ১৯ ও ২০ নভেম্বর যশপুর রাজ্ পরিবারের রাজকুমার স্বর্গীয় দিলীপ সিং যুদেবের ছেলে প্রবল প্রতাপের নেতৃত্বে ঘর ওয়াপসি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদের মধ্যে ১০০ পরিবার স্থানীয়, ৩০০ পরিবার বাসনা ও সারাইপালি এলাকার। সূত্রের খবর তিন প্রজন্ম আগে ওই পরিবারের সদস্যদের জোর করে ধর্মান্তরিত করা হয়। তাঁদের দুর্বল আর্থিক ও সামাজিক পরিস্থির সুযোগ নিয়ে তাঁদের ধর্মান্তরিত করা হয়।
ঘর ওয়াপসির একদিন আগে আর্য সমাজ কলস যাত্রার আয়োজন করে। ৩০০ জন যুবকের বাইক যাত্রা বেরোয়। জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয় চার দিক।
প্রবল প্রতাপ নাম স্থানীয় নেতার ঘনিষ্ঠরা জানান ১৪,০০০ খ্রিষ্টান আবার হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করে।
প্রবল প্রতাপ বলেন, “হিন্দু ধর্মকে আগ্রাসী শক্তির হাত থেকে বাঁচানোর জন্য ও নিপীড়িত হিন্দুদের ধর্ম ছেড়ে যাওয়া থেকে বাঁচানো জন্য আমার প্রয়াস অব্যাহত থাকবে। অন্যের আর্থিক ও সামাজিক দুর্বলতার সুযোগ নিয়ে ছলে, বলে ও কৌশলে ধর্মান্তরিত করার খেলা বেশিদিন টিকবে না। মিশনারিরা এতদিন তাই করে এসেছে। আমরা তাদের প্রতিরোধ করবোই”।