কোভিড-সংক্রমণ নিম্নমুখী হতেই বিধিনিষেধে কিছুটা ছাড় দিল বিহার সরকার। আগামী এক সপ্তাহের জন্য, অর্থাৎ ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে, নৈশ কারফিউ লাগু থাকবে। রাত আটটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে নৈশ কারফিউ। বিহারে আগামী এক সপ্তাহ সন্ধ্যা ছ’টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান। সরকারি ও বেসরকারি দফতরে কাজ চলতে পারবে বিকেল পাঁচটা পর্যন্ত।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার টুইট করে জানিয়েছেন, “করোনা-সংক্রমণের পরিস্থিতির সমীক্ষা করা হয়েছে। আগামী এক সপ্তাহ অর্থাৎ ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত বিধিনিষেধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সরকারি ও বেসরকারি অফিস বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে, দোকান খোলা রাখা যাবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। রাত আটটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে রাত্রিকালীন কারফিউ।”
2021-06-15