২৩০০ বছরের পুরনো সম্রাট অশোকের শিলালেখ। সেটাকেই মাজারে রূপান্তর করে নিল স্থানীয় মুসলিমরা। দৈনন্দিন সেখানে চাদরও চড়ানো হচ্ছে। শিলালেখ ঘিরে তোলা হয়েছে অবৈধ নির্মাণ। বিহারের এই ঘটনা প্রকাশ্যে আসতে হইচই পড়ে গিয়েছে গোটা দেশে।
২৩০০ বছর আগে সম্রাট অশোক সাসারামের কাইমুর পর্বতের চন্দন হিলে একটি শিলালেখ স্থাপন করেন। এই শিলালেখটি ব্রাম্ভী লিপিতে লেখা এবং সারাদেশে এরকম শিলালেখ আটটি রয়েছে। সাসারামের এই শিলালেখটি বিহারের একমাত্র শিলালেখ।
বর্তমান ওই শিলালেখটিকে মাজারের রূপান্তরিত করা হয়েছে। শুধু তাই নয়, শিলালেখ ঘিরে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে ঘরও। শিলালেখ ঢেকে রাখা হয়েছে সবুজ চাদরে। যেন কোনও মাজার। বাৎসরিক উরস উৎসবও পালন হয় এখানে। প্রচার করা হয় যে এটা একটি সুখী মাওলানার সমাধিস্থল। এমনকি শিলালেখ ঘিরে ঘর নির্মাণ করে মূল দরজাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য ব্রিটিশ শাসনকালে এই শিলালেখাটি প্রথম আবিষ্কার করা হয় ১৯১৭ খ্রিস্টাব্দে। তারপরই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ঐতিহাসিক স্থানটির দেখভালের দায়িত্ব নেয়। কিন্তু ২০০৮ সালে থেকে জমি দখল নিতে শুরু করে মুসলিমরা। এই নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে একাধিকবার চিঠি দেওয়া হয় প্রশাসনকে। কিন্তু কোনও কাজ হয়নি।