অত্যন্ত প্রাণঘাতী কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ ভারতে কেড়ে নিয়েছে ৭৭৬ জন চিকিৎসকের প্রাণ। শুধুমাত্র বিহারেই প্রাণ হারিয়েছেন ১১৫ জন চিকিৎসক, দিল্লিতে মৃত্যু হয়েছে ১০৯ জন চিকিৎসকের, পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৬২ জন চিকিৎসকের। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ভারতে মোট ৭৭৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সবথেকে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে বিহার ও দিল্লিতে।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে ৪০ জন চিকিৎসকের, অসমে ১০ জন, বিহারে ১১৫ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন, ছত্তিশগড়ে ৭, দিল্লিতে ১০৯, গুজরাটে ৩৯, গোয়াতে ২, হরিয়ানায় ১৯, জম্মু-কাশ্মীর ৩, ঝাড়খণ্ড ৩৯, কর্ণাটক ৯, কেরল ২৪, মধ্যপ্রদেশ ১৬, মহারাষ্ট্র ২৩, মণিপুর ৬, ওডিশা ৩৪, পুদুচেরি এক, পঞ্জাব ৩, রাজস্থান ৪৪, তামিলনাড়ু ৫০, তেলেঙ্গানা ৩৭, ত্রিপুরা ২, উত্তর প্রদেশ ৭৯, উত্তরাখণ্ড ২, পশ্চিমবঙ্গ ৬২, অজানা এক।
2021-06-25