বাংলায় মুসলিম সাম্প্রদায়িকতা কমিউনিস্টদের মদত পেয়ে ডালপালা বিস্তার করেছিল

বাংলায় মুসলিম সাম্প্রদায়িকতা কিভাবে কমিউনিস্টদের মদত পেয়ে ডালপালা বিস্তার করেছিল তার পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় বাংলা রাজনীতিতে 1920-39 পর্বটির দিকে নজর দিলে । Workers and Peasants Party ( WPP) গঠন করা হয়েছিল কমিউনিস্ট পার্টির অবর্তমানে একটা ক্যামোফ্লেজ হিসেবে কাজ চালানোর জন্য । মানবেন্দ্রনাথ রায় চেয়েছিলেন যে যতদিন না ভারতে কমিউনিস্ট পার্টির উপর নিষেধাজ্ঞা উঠে ততদিন WPP এর ব্যানারে কমিউনিস্টরা কাজ করে যাক । মানবেন্দ্রনাথ রায় কংগ্রেসের ভেতরে ঢুকে কংগ্রেস দখল করার পরিবর্তে আলাদা ভাবে কাজ করতে চেয়ে বলেছিলেন ,” it is only under the banner of the Communist Party , the masses can be organised and led into the national struggle .” অন্যদিকে শ্রীপদ ডাঙেরা চেয়েছিলেন WPP কে কংগ্রেসের মধ্যে ঢুকিয়ে নিজেদের প্রভাব বৃদ্ধি করে কংগ্রেসকে দখল করা । CSP গঠনের আগে WPP এর মাধ্যমে কংগ্রেস দখলের চেষ্টা হয়েছিল । 1927 সালে WPP এর তিনজন সদস্য বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির আর দুজন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্যতা পেয়ে গিয়েছেন । WPP তৈরি হয় 1926 সালে 12 জন মুসলমান এবং চারজন হিন্দু সদস্য নিয়ে । এরা প্রথম বন্ধুত্ব করল লেবার স্বরাজ পার্টির সঙ্গে যা তৈরি হয় 1925 সালে মুজাফফর আহমেদ, কুতুবউদ্দিন আহমেদ, হেমন্ত কুমার সরকার এবং কাজী নজরুল ইসলামের নেতৃত্বে । WPP এর যুব সংগঠনের নাম দেওয়া হল YOUNG COMRADE LEAGUE । ফোর্ট গ্লস্টার মিল ( জুট মিল ) হরতাল থেকে পার্শ্ববর্তী জুট মিলে আন্দোলন কোথাও সেই অর্থে WPP দাগ কাটতে পারেনি । অথচ এদের নেতৃত্বেই মহাজনী প্রথা উচ্ছেদের বিরুদ্ধে করা আন্দোলন বস্তুতপক্ষে হয়ে দাঁড়িয়েছিল হিন্দু নিধন যজ্ঞ ( কিশোরীগঞ্জ দাঙ্গা 1930) । কম্যুনিস্টদের মদতে সংগ্রামী কৃষক বাহিনী তৈরি হয়েছিল যাতে পরিষ্কার উল্লেখ ছিল যে অত্যাচারী মহাজনদের বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে মানসিক এবং ধার্মিক শক্তি যোগাবে মৌলানারা । কোথাও হিন্দু পুরোহিতের উল্লেখ নেই । প্রথম শাখা গঠিত হল পাকুনিয়া আর হোসেনপুর এলাকায় । নেতৃত্বে ছিলেন ওয়ালী নওয়াজ , নগেন সরকার, খন্দকার ডালু মিয়া এবং হাসেম আলী । কিশোরীগঞ্জ দাঙ্গার সাফল্যের পর থেকে কমিউনিস্টরা ঘোষণা করেছিল যে জায়গায় জায়গায় আঞ্জুমান ই ইসলামিয়া গডে তুলে মহাজন , জোতদার এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে ।

অর্থাৎ কমিউনিস্টদের প্রত্যক্ষ মদতে বাংলায় চূড়ান্ত সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হতে থাকল । ভূপেশ গুপ্ত পরবর্তীকালে এই ঘটনাগুলো কে সমর্থন করে বলেছিলেন , ” to uproot the religio-cultural hegimony of Hinduism in East Bengal , the communists had done a right job to patronize the demographically superior muslim class …. “

এই পর্বের ইতিহাসগুলো জানালে বাংলায় কেউ কম্যুনিস্ট পার্টি করবে তো ? অবশ্য এখন করেই বা কারা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.