বুলডোজার নীতি এবার অসমে।
লখিমপুরে বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে তাদের বাড়ি। বেআইনি দখলদারদের অধিকাংশই বাঙালি মুসলিম।
পাঁচশো হেক্টর এলাকা জুড়ে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছে আটশো নিরাপত্তাকর্মী। এই আটশো নিরাপত্তাকর্মীর মধ্যে রয়েছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।
প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সংরক্ষিত অঞ্চলের মোট জমির আয়তন ২, ৫৬০.২৫হেক্টর। খালি পড়ে মাত্র ২৯ হেক্টর। কয়েক দফায় চলবে এই উচ্ছেদ অভিযান। প্রাথমিক পর্যায়ে আধাসোনা এবং মোহাগুলি গ্রাম খালি করে দেওয়া হবে। এই এলাকা বাস করে ১০০টি পরিবার।
লখিমপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার রুনা নিয়োগ এই উচ্ছেদ অভিযানের খবর দিতে গিয়ে জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় এই অভিযান। এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।
লখিমপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, এই উচ্ছেদ অভিযান শুরু হওয়ার অনেক আগে থেকে বাসিন্দাদের এলাকা খালি করে দিতে বলা হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ বাসিন্দার ওই এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলিম। দেশভাগের পর বহু মানুষ এ দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।