করোনা-সংক্রমণের নিরিখে ফের নতুন রেকর্ড গড়ল ভারত। বৃদ্ধির ধারা অব্যাহত রেখে সোমবার ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১,৫০২ জন, আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩২৫ জন করোনা-সংক্রমিত রোগীর। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৯,৫২০ এবং সংক্রমিত ৩,৩২,৪২৪ জন। সুস্থও হয়ে উঠছেন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত রোগীরা। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,৬৯,৭৯৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩,৩২,৪২৪ জন (সক্রিয় করোনা রোগী ১,৫৩,১০৬)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৫২০। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,৬৯,৭৯৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৯,৫২০ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৮৪ জনের মৃত্যু হয়েছে, অসমে ৮ জনের, বিহারে ৩৯ জনের, চন্ডীগড়ে ৫ জন, ছত্তিশগড়ে ৮ জন, দিল্লিতে ১৩২৭ জনের, গুজরাটে ১৪৭৭ জনের, হরিয়ানায় ৮৮ জনের, হিমাচল প্রদেশে ৭ জনের, জম্মু-কাশ্মীরে ৫৯ জনের, ঝাড়খণ্ডে ৮ জনের, কর্ণাটকে ৮৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১৯ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৪৫৯ জন, মহারাষ্ট্রে ৩,৯৫০ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ১১ জনের, পুদুচেরিতে ৫ জন, পঞ্জাবে ৬৭ জন, রাজস্থানে ২৯২ জনের, তামিলনাড়ুতে ৪৩৫ জন, তেলেঙ্গানায় ১৮৫ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ২৪ জন, উত্তর প্রদেশে ৩৯৯ জন এবং পশ্চিমবঙ্গে ৪৭৫ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ-এই রাজ্যগুলির করোনা-পরিস্থিতি রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। সোমবার সকাল আটটা পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০৭৯৫৮, দিল্লিতে ৪১১৮২, তামিলনাড়ুতে আক্রান্ত ৪৪৬৬১, রাজস্থানে সংক্রমিত ১২৬৯৪ এবং পশ্চিমবঙ্গে সংক্রমিত ১১০৮৭।