গান্ধীর অহিংসাই ভারতের ধর্ম। এমনই দাবি করে কংগ্রেস। এবার এই নিয়ে তীর কটাক্ষ করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, ‘এবার থেকে হাতে লাঠি নিয়ে অহিংসার কথা বলব’। একই সঙ্গে আগামী ১৫ বছরের মধ্যে ভারত অখণ্ড ভারতে পরিণত হবে বলেও দাবি করেছেন তিনি।
এদিন হরিদ্বারে একটি অনুষ্ঠানে যোগ দেন মোহন ভাগবত। সেখানে তিনি বলেন, ‘আমরা সর্বদা অহিংসার পথে চলি কিন্তু এবার থেকে আমরা হাতে লাঠি নিয়ে অহিংসার কথা বলব। আমাদের মনে কারোর জন্য কোনরকম শত্রুতা নেই, কিন্তু বর্তমানে বিশ্ব ‘পাওয়ার’ -এ বিশ্বাস করলে আমাদের কিছু করার নেই’।
সনাতন ধর্মের বিরোধী শক্তিকে কড়া ভাষায় আক্রমণ করেন ভাগবত। তিনি বলেন, ‘ভারত যদি সর্বশক্তিমান দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়, তবে তা ধর্মের মাধ্যমে হবে। কারণ ধর্মই হলো ভারতের কাছে প্রধান বিষয় এবং ধর্মের উন্নতির মাধ্যমে ভারতের উন্নতি হবে’।
এরপরই অখণ্ড ভারতের কথা বলেন তিনি। মোহন ভাগবতের কথায়, ‘হিন্দু ধর্মই হল ভারতের সনাতন ধর্ম এবং আমার বিশ্বাস আগামী ১৫ বছরের মধ্যে ভারত এক অখণ্ড ভারতে পরিণত হতে চলেছে। সকল দেশবাসী নিজের চোখে এটা দেখতে পাবেন’। ভাগবতের এই মন্তব্যে পাল্টা দিয়েছেন শিবসেনার সঞ্জয় রাউত। তিনি বলেন, ‘আগে পাকিস্তানকে যোগ করে দেখান। কাশ্মীরি পণ্ডিতদের সুরক্ষিত ভাবে উপত্যকায় দেবেন। তারপর এই প্রতিশ্রুতি দেবেন’।