ইমরান তালিবান খান

পাকিস্তানের তালিবান-সমর্থনের নগ্ন রূপ সামনে এলো এবার। তালিবানের নৃশংসতা নিয়ে সারা বিশ্বে সমালোচনা ও শোক জ্ঞাপন চললেও প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু তালিবানকে জঙ্গি বলতে রাজি নন।
“তালিবানরা সাধারণ নাগরিক, তারা মোটেই জঙ্গি নয় এবং কি করে পাকিস্তান (Pakistan) তাদের হত্যা করতে পারে,” খান বললেন।

সূত্রের খবর আফগানিস্তানে তালিবানদের সাহায্য করতে অন্তত ১০,০০০ পাক সেনা সেদেশে পাঠানো হয়েছে । ইমরান এক টিভি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করে বসেন।

ইমরানের যুক্তি , ‘‘এসব কথা একেবারেই ভিত্তিহীন। ওরা এর সপক্ষে কোনও প্রমাণ দিতে পারবে? দেখুন তালিবানরা সাধারণ নাগরিক।”

“ইমরান তালিবান খান” শিরোনামে এই ছবিটি ভাইরাল হয় কয়েক মাস আগে।
ইমরান যতই তালিবানদের ‘সাধারণ নাগরিক’ বলে দাবি করুন, মার্কিন সেনা সরতে শুরু করার পরই আফগানিস্তানকে রক্তাক্ত করতে শুরু করেছে তারা। দেশটির প্রায় চারশো জেলার মধ্যে দুশোটি দখল করেছে তারা বলে দাবি সন্ত্রাসবাদী সংগঠনটির। কান্দাহার ও হেরাতের মতো শহরগুলিতে লাগাতার হামলা চালাচ্ছে জেহাদিরা। সাধারণ মানুষকে আক্রান্ত হতে হচ্ছে। সম্প্রতি সেদেশের জনপ্রিয় কৌতুকশিল্পী নজর মহম্মদকে গাছে বেঁধে গলা কেটে হত্যা করেছে জঙ্গিরা। সেই ভয়ংকর মৃত্যুর ভিডিও টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্রমশ তালিবানদের ভয়াবহতার স্বরূপ ফুটে উঠছে এই ধরনের ঘটনা সামনে আসায়।

আফগানিস্তানে তালিবানদের প্রত্যাঘাত করার চেষ্টা করছে আফগান সেনা। আর এই পরিস্থিতিতে জঙ্গি গোষ্ঠীর হাত শক্ত করতেই সেদেশে প্রবেশ করেছে বিরাট সংখ্যক পাক সেনা। সেই সঙ্গে জঙ্গি গোষ্ঠী লস্কর সেদেশে ঘাঁটি গড়ে ফেলেছে বলে জানা গিয়েছে। কেবল লস্করই নয়, জইশ-ই-মহম্মদও ঘাঁটি গেড়েছে বলে দাবি। যদিও পাকিস্তান এই ধরনের দাবিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিতে চেয়েছে। কিন্তু তা সত্ত্বেও তালিবানের সঙ্গে তাদের আঁতাত ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.