দাদাগিরি করা চীনকে মোক্ষম জবাব দেওয়ার পর আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবার পাকিস্তানকে বড়সড় ঝটকা দিল। বাইডেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কাশ্মীর নিয়ে তাঁদের নীতিতে কোনও বদল আসবে না। পাকিস্তানের আশা ছিল যে আমেরিকায় ক্ষমতা বদলানোর পর জম্মু কাশ্মীর নিয়ে ওয়াশিংটনের নীতিতে বদল আসবে। কারণ বাইডেনের সম্পর্ক পাকিস্তানের সঙ্গে বেশ ভালো। কিন্তু আমেরিকার নব নির্বাচিত রাষ্ট্রপতি এক ঝটকায় পাকিস্তানের আশায় জল ঢেলে দেন।
আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসনের তরফ থেকে বলা হয় যে, তাঁরা জম্মু কাশ্মীর নিয়ে তাঁদের নীতিতে বদল আনবে না। এর সাথে সাথে আমেরিকা কাশ্মীর উপত্যকায় 4G মোবাইল ইন্টারনেট পরিষেবা বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আমেরিকার বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘আমি স্পষ্ট বলে দিতে চাই যে জম্মু কাশ্মীর নিয়ে আমেরিকার নীতিতে কোনও বদল আসবে না।”
এর আগে আমেরিকার বিদেশ মন্ত্রালয়ের দক্ষিণ এবং মধ্য এশিয়া ব্যুরো জম্মু কাশ্মীরে 4G ইন্টারনেট পরিষেবা বহালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল। একটি ট্যুইট করে বলা হয়েছিল যে, ভারতের জম্মু কাশ্মীরে 4G পরিষেবা বহাল হওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এটা সেখানকার বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর আমরা রাজ্যে সামান্য পরিস্থিতি বহাল করার জন্য রাজনৈতিক এবং আর্থিক প্রগতি জারি রাখা নিয়ে আশান্বিত।
পাকিস্তান জম্মু কাশ্মীর নিয়ে আমেরিকার দেওয়া বয়ানে হতাশ। পাকিস্তানের কাছে সবথেকে হতাশার কারণ হল, জম্মু কাশ্মীরে 4G ইন্টারনেট পরিষেবা বহালের পর আমেরিকান বিদেশ মন্ত্রালয়ের ট্যুইটে জম্মু কাশ্মীরকে ভারতের অঙ্গ রুপে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রালয় প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে বলেছে, জম্মু কাশ্মীরকে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদের অনেক প্রস্তাবে বিতর্কিত মানা হয়েছে। তাই এমত অবস্থায় জম্মু কাশ্মীরকে ভারতের অংশ বলা বেমানান।