পোলিও দূরীকরণের জন্য ভারতের কাছে সাহায্য চাইবে ইমরান সরকার। এমনটাই জানা গিয়েছে। এমনিতেই ৩৭০ ধারা বিলোপের পর থেকে দুই দেশের মধ্যের সম্পর্ক একেবারে তলানিতে।
আগেই চিনের থেকে পোলিওর জন্য মার্কার কিনত পাকিস্তান। তবে তার মান অতীব খারাপ। আর সেই কারণে এবারে ভারতের শরণাপন্ন পাক সরকার।
কেননা এই মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেবল চীন এবং ভারতকে মার্কার বানানোর অনুমতি দিয়েছে।
আর তাই বাধ্য হয়ে ভারতের কাছে মাথা নোয়াতে হবে ইমরান খানের সরকার কে।
এর আগে অগস্ট মাসে ভারতের থেকে প্রায় ৮০ হাজার মার্কার কেনার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। কিন্তু ৩৭০ ধারার বিলোপের পর থেকে পাল্টে যায় পরিস্থিতি। কিন্তু চিনের সেই মার্কার অনেক দামী এবং নিম্নমানের। তাই বাধ্য হয়ে ভারতের কাছে হাত পাততে হবে পাকিস্তানকে।