যোগী রাজ্যে ইমামবাড়ার নাম পরিবর্তনকে কেন্দ্র করে ধর্মীয় অসন্তুষ্টি দেখালেন উত্তরপ্রদেশের ধর্মগুরুরা। যোগী রাজ্যের ধর্মগুরুদের অভিযোগ মুসলিম ধর্মস্থানের নাম পরিবর্তন করা হচ্ছে মুসলিম ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করার জন্য। এই মর্মে তাঁরা প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ দাবি করতে চলেছেন বলে জানা গেছে। এই মর্মে তাঁরা চিঠি পাঠাবেন বলে খবর।
বিতর্কটি মূলত লখনউয়ের শাহনাজাফ ইমামবাড়ার নাম বদলে ‘গাজি-উদ-দিন-হায়দার’ ইমামবাড়াকে কেন্দ্র করে। এই ইমামবাড়াকেই নাম বর্তমানে ‘কবর’ তকমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও এই প্রসঙ্গে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তথা এএসআই-এর দাবি, “অ্যানসিয়েন্ট মনুমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্ট ১৯২০ অনুযায়ী এই নামকরণ করা হয়েছে”। এই আইনে স্থানটির পরিচিতি কবর হিসাবেই রয়েছে বলে দাবি এএসআই-এর।
এই প্রসঙ্গে সিয়া ধর্মগুরু তথা অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা ইয়াসুব আব্বাসের দাবি, ” প্রার্থনাস্থল হিসেবে শাহনাজাফ ইমামবাড়া নির্মাণ করিয়েছিলেন নবাব গাজি-উদ-দিন-হায়দার। যখন খোদ নির্মাতাই এটাকে কবর হিসেবে চিহ্নিত করতে চাননি, সেখানে এএসআই কী করে তা করতে পারে? ”