ভোট মিটে গিয়েছে কবেই৷ তবুও ‘খেলা হবে’ স্লোগান জারি রয়েছে এখনও৷ এবার ‘খেলা হবে’ স্লোগান দিয়ে দল ছাড়ার হুমকি পোস্টার পড়ল হিঙ্গলগঞ্জের বিজেপি নেতার বাড়িতে৷ সাদা কাগজের ওপর কম্পিউটার প্রিন্টের কালো কালিতে লেখা পোস্টার সরাসরি হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘‘এখানে থাকতে হলে বিজেপি পার্টি করা ছেড়ে দিতে হবে, না হলে তোকে নিয়ে ফুটবল খেলব। খেলা হবে।’’ যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
এ – ৪ সাদা কাগজের লেখা পোস্টারে আরও লেখা হয়েছে, ‘সৌমেন নায়েক (বিজেপি মণ্ডল সভাপতি) খুব বাড় বেড়েছ। কেস করা। কেস তোর পিছনে ঢুকিয়ে দেব। আর পুলিশ কি করবে রে, পুলিশকে আমরা যাই বলব, তাই শুনবে। পুলিশ তো আমাদের ….’’, ‘‘১৮ সালে ঘরছাড়া করেছিলাম এবার দেশছাড়া করব।’ সঙ্গে ছাপার অযোগ্য ভাষায় একাধিক অশ্লীল গালিগালাজ৷ পোস্টারের তলায় নির্দেশ অনুসারে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক কমিটির নাম লেখা রয়েছে।
বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি সৌমেন নায়েক বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মুখে শান্তির কথা বলছেন৷ অথচ তাঁর দলের লোকেরাই বাংলায় অশান্তি সৃষ্টি করছেন৷ বাড়ি বয়ে এসে পোস্টার সাঁটিয়ে হুমকি দিয়ে যাচ্ছে৷ এরপরও কি বলা যায়, বাংলার গণতন্ত্র আছে?’’ ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ শাসকদল তৃণমূলের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন৷
যদিও হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, ‘‘কে বা কারা পোস্টার দিয়েছে আমরা জানি না। তবে এটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেস এই ধরনের নোংরা রাজনীতি করে না৷ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ভোটে হেরে গিয়ে বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই পোস্টার সাঁটিয়েছে৷ পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করলেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে৷’’