আরজে অয়ন্তিকাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি তাঁর এক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যে, তিনি বাংলা মিডিয়ামের পড়ুয়াদের চাকরি পাওয়া নিয়ে মন্তব্য করেছেন। তাঁর সেই মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
তিনি বলেন, “ভাল কি খারাপ সেই জায়গায় আসি… আজকে যদি বেংগলি মিডিয়ামে কেউ নিজের সন্তানকে পড়ায়, তাহলে সে কি কোনও ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে? সবার কী মনে হয়? সবাই কী ভাবছেন? … বাংলা মিডিয়ামে পড়া কোনও ছাত্র গিয়ে কোনও কর্পোরেট হাউসে ভালভাবে চাকরি নিয়ে বাড়ি কি যেতে পারবেন? আমার মনে হয় পারবে না”।
তাঁর এই মন্তব্যের পরেই সরব হয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “উনি করপোরেট নিয়ে বিরাট বিজ্ঞ হয়তো কিন্তু আমি বাংলা ভাষায় পড়াশোনা করেই জগতের শ্রেষ্ঠতম করপোরেট যেমন Google, IBM, Accenture, Netflix ও Amazon Web Services এর মতো কোম্পানিগুলির সাথে বহু প্রোজেক্টে কাজ করেছি, এবং ইংরেজিতে বক্তার মতো পন্ডিত না হলেও আমার ৩৪টি প্রথম সারির ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন আছে..”। কেউ আবার বলেছেন, “এই কথাটা উনি নিশ্চয়ই ওনার চারপাশের দু-চার জনকে দেখেই বলে থাকবেন। পশ্চিমবঙ্গের বাঙালি ছেলেমেয়েরা শতকরা ৯৫% রাজ্য বোর্ডে ও বাংলা মাধ্যমে পড়ে। তাদের মধ্যে আছে গ্রামের ছেলে মেয়ে, গরীব পরিবারের ছেলে মেয়ে, ফার্স্ট জেনারেশন লার্নার ছেলে মেয়ে। তারা বাংলা মাধ্যমে পড়ার জন্য চাকরির ইন্টারভিউতে আটকেছে এটা কাউকেই বলতে শুনিনি”।
2022-04-05