উত্তর প্রদেশের কানপুরে ৮ জন পুলিশ কর্মীকে নির্মমভাবে গুলি করে মারার ঘটনায় জড়িত, কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে-কে (Bikash Dubey) অবশেষে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির পুজো দিতে যাওয়ার সময়, কানপুর-এনকাউন্টার মামলার প্রধান অভিযুক্ত হিস্ট্রি-শিটার বিকাশ দুবে-কে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। উজ্জয়িনীর জেলাশাসক আশিষ সিং জানিয়েছেন, উজ্জয়িনীর মহাকাল মন্দিরে যাচ্ছিল বিকাশ দুবে, সেই সময় নিরাপত্তা কর্মীরা তাকে শনাক্ত করতে পারেন। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ কর্মীরা এসে বিকাশকে গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতার হওয়ার পর হিস্ট্রি-শিটার কুখ্যাত এই অপরাধী স্বীকার করে, ‘আমিই বিকাশ দুবে, কানপুর ওয়ালা’।
বিকাশ দুবে গ্রেফতার হওয়ার পরই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, বিকাশ দুবেকে উত্তর প্রদেশ পুলিশের হাতে তুলে দেবে মধ্যপ্রদেশ পুলিশ।