দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরেও কাশ্মীরে ‘টার্গেট কিলিং’ অব্যাহত। সম্প্রতি এক কাশ্মীরি পণ্ডিত পুরান কিষাণ ভাটের মৃত্যু এই বিষয়টিকে আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই আবহেই বেফাঁস মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের প্রবীণ নেতা তথা জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ। তাঁর সেই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায় উপত্যকা অঞ্চলে।
তিনি গত শনিবারে বলেন, “ন্যায়বিচার না হলে অশান্তি থামবে না। অতীতে ওরা (বিজেপি ও গেরুয়া সরকার) দাবি করত, সংবিধানের ৩৭০ ধারার কারণে উপত্যকায় সন্ত্রাস থামানো যাচ্ছে না। সেই ধারা এখন বাতিল হয়েছে। হত্যা ও রক্তপাত কি বন্ধ হয়েছে? কেন থামছে না সন্ত্রাস? এর জন্য কে দায়ী? ”
তিনি আরও দাবি করেন যে, পাকিস্তানের সঙ্গে আলোচনা বন্ধ রাখার কারণে কাশ্মীরে শান্তি ফেরানো আরও দুর্বিষহ ব্যাপার হয়ে উঠবে। তিনি একইসঙ্গে ইউক্রেন ও রাশিয়ার প্রসঙ্গে তুলে মোদীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আরোও করেন। তাঁর কথায়, মোদী জম্মু ও কাশ্মীরের শান্তির জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়, কিন্তু ইউক্রেন ও রাশিয়াকে যুদ্ধ যুদ্ধ থামাতে আলোচনায় বসার পরামর্শ দিচ্ছে।