পরিযায়ী শ্রমিকদের স্বার্থে চালানো হচ্ছে শ্রমিক স্পেশাল ট্রেন। কিন্তু, দেখা যাচ্ছে গর্ভবতী মহিলা, প্রবীণ নাগরিক ও শিশুরাও শ্রমিক স্পেশাল ট্রেনে যাত্রা করছেন, ঝুঁকি থেকে যাচ্ছে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার। তাই গর্ভবতী মহিলা, প্রবীণ নাগরিক-অন্যান্যদের কাছে রেলমন্ত্রীর অনুরোধ, ভীষণ প্রয়োজন হলেই রেল যাত্রা করুন।
শুক্রবার টুইট করে রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goel) লিখেছেন, সমস্ত নাগরিকদের কাছে আমার অনুরোধ, কঠিন রোগে আক্রান্ত, গর্ভবতী মহিলা এবং ৬৫ বছরের অধিক ও ১০ বছরের কম বয়সীরা, ভীষণ প্রয়োজন হলেই শ্রমিক স্পেশাল ট্রেনে যাত্রা করবেন। যাত্রীদের সুরক্ষার স্বার্থে প্রতিজ্ঞাবদ্ধ রেল পরিবার।