অসমে পুলিশের হেফাজতে থাকা অভিযুক্তদের এনকাউন্টার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। এবার এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর কথায়, ‘পুলিশ হেফাজতে থাকা ধর্ষক পালাতে গেল পুলিশ গুলি করবেই’।
সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “কোনও অভিযুক্ত তাও আবার একজন ধর্ষক, সে যদি পুলিশ হেফাজত থেকে পালাতে চেষ্টা করে আগ্নেয়াস্ত্র হাতিয়ে নিয়ে তাহলে তাদের পায়ে গুলি করার অনুমতি দেয় আইনই। আমি এটুকু বলতে পারি, যদি অপরাধীরা পুলিশ হেফাজত থেকে পালাতে চায় তাহলে এই ছক অবলম্বন করা ছাড়া উপায় নেই। এটা পরিষ্কার করে দেওয়া দরকার, মানুষের সেবা করাই আমাদের কাজ। ধর্ষণ বা খুন করে এই সরকারের আমলে কেউ পার পাবে না। আমরা এসব ক্ষেত্রে সহ্য করব না। গণতন্ত্রে অপরাধের দমন করা হয় আইনের সাহায্যে। এনকাউন্টারের সাহায্যে নয়। কেবল মাত্র এই সব ক্ষেত্রেই এমন করা ছাড়া উপায় থাকে না।”
উল্লেখ্য, গত মে মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অসমের মসনদে বসার পরই ৬ জন অভিযুক্ত পুলিশের গুলিতে আহত হয়েছে। সঙ্গে নিরাপত্তা কর্মীদের গুলিতে মারা গিয়েছে ১১ জন, তাদের মধ্যে ৯ জন ছিল জঙ্গি। এই বিষয়ে নানান চাপানউতোর দেখা যাচ্ছিল অসমে বেশ কয়েকদিন ধরেই। বিরোধীদের মতে, এটি একটি ছক ছিল, বেআইনিভাবে গুলি চালানো হয়েছিল। এবার সেই বিষয়ের ইতি টেনে দিলেন মুখ্যমন্ত্রী।
2021-07-07