দিল্লির (Delhi) রাউস অ্যাভিনিউ আদালতে আত্মসর্পণ করল ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau) (আইবি) অফিসার খুনের মামলায় অভিযুক্ত বহিষ্কৃত আপ কাউন্সিলর মহম্মদ তাহির হুসেন (Mohammad Tahir Hussein)| বৃহস্পতিবার দুপুরে রাউজ অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) বিশাল পাহুজার এজলাসে আত্মসমর্পণ করেছে বহিষ্কৃত আপ কাউন্সিলর তাহির হুসেন| আত্মসমর্পণ করার সময় উপস্থিত ছিলেন তাহিরের আইনজীবী মুকেশ কালিয়া (Mukesh Kaliya)|


আইবি অফিসার অঙ্কিত শর্মাকে (Ankit Sharma) খুনের মামলায় অভিযুক্ত আপ কাউন্সিলর তাহির হুসেন| তাহিরের বিরুদ্ধে দু’টি এফআইআর রুজু করা হয়েছে| বৃহস্পতিবারই দিল্লির পুলিশ (Delhi Police) কমিশনার এস এন শ্রীবাস্তব আশ্বস্ত করেছিলেন, তাহির হুসেনের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিচ্ছি আমরা| পুলিশ কমিশনারের এই আশ্বাসের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আত্মসমর্পণ করেছে মহম্মদ তাহির হুসেন| গত সপ্তাহে উত্তর-পূর্ব দিল্লিতে গোষ্ঠী সংঘর্ষের সময় খুন হন আইবি অফিসার অঙ্কিত শর্মা (Ankit Sharma)| অঙ্কিত হত্যাকাণ্ড সামনে আসার পর থেকেই উধাও হয়ে যায় তাহির| অবশেষে বৃহস্পতিবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আত্মসমর্পণ করল তাহির হুসেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.