‘নো মানি ফর টেরর’ আন্তর্জাতিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে সন্ত্রাসের অর্থায়নের বিরুদ্ধে সম্মেলনের উদ্বোধন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতে এই সম্মেলন হচ্ছে এটাই বড় কথা। কয়েক দশক ধরে, সন্ত্রাসবাদ আমাদের দেশে আঘাত হানার চেষ্টা করেছিল, কিন্তু আমরা এর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছি।
সন্ত্রাস শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে:
প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য, সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও দারিদ্র্য দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। পর্যটন হোক বা ব্যবসা সন্ত্রাসবাদী হামলার ঝুঁকি প্রতিনিয়ত বর্তমান এমন এলাকা কেউ পছন্দ করে না। এতে মানুষের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা সন্ত্রাসবাদে অর্থায়নের মূলে আঘাত করেছি।
ইশারায় পাকিস্তানকে আক্রমণ মোদীর:
প্রধানমন্ত্রীর বক্তব্য, সন্ত্রাস মানবতা, স্বাধীনতা ও সভ্যতার উপর আঘাত। এটি কোনও নির্দিষ্ট দেশের সীমানায়। সন্ত্রাসকে পরাজিত করতে হলে আমাদের সংহতি ও জিরো টলারেন্সের পন্থা অবলম্বন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এটা সবারই জানা যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো অনেক উৎস থেকে তহবিল পায়। এর একটি উৎস হল যেকোনো একটি দেশের সমর্থন। কিছু দেশ তাদের বৈদেশিক নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থন করে। তারা তাদের রাজনৈতিক, আদর্শিক এবং আর্থিক সহায়তা প্রদান করে। মোদী আরও বলেন সন্ত্রাসের অর্থায়নের অন্যতম উৎস হলো সংগঠিত অপরাধ। একে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। এই দলগুলোর সঙ্গে প্রায়শই সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে।