যে সমস্ত ব্যক্তিরা হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে বিয়ে করার চেষ্টা করে তাদেরকে ছাড়া হবে না, এমনটাই হুঁশিয়ারি দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আমেদাবাদে বৈষ্ণোদেবী সার্কেল একরি জমায়েতের আয়োজন করা হয়েছিল। এই জমায়েতের আয়োজন করা হয়েছিল মালদহরি সম্প্রদায়ের তরফে। সেখানেই এই মন্তব্যটি করলেন তিনি।তিনি বললেন, “আনার সরকার কয়েকটি কঠোর আইন তৈরি করেছে। গোরক্ষা, জমি দখল এবং ছিনতাই, সব অপরাধেই কড়া শাস্তি দেওয়া হয়েছে”। তিনি আরও বললেন, “আমরা লাভ জিহাদ বন্ধের জন্য আইন এনেছি। যারা হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে, গোপনে তাদের বিয়ে করে, সেই দুষ্কৃতীদের আমরা ছাড়ব না”।মালদহরি সম্প্রদায় মূলত গরু পালন করে। এই সম্প্রদায়ের জমায়েতে এসে তিনি গো হত্যার প্রসঙ্গ তোলেন। তিনি দাবি করলেন যে, বিজেপি সরকার গো হত্যায় যুক্ত মানুষদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে। উল্লেখ্য, লাভ জিহাদ রুখতে গুজরাট সরকারের তরফে প্রণয়ন করা আইনের ব্যাপারে হাইকোর্টের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুজরাট হাইকোর্টের তরফে দাবি করা হয়েছে, “ভিন্ন ধর্মের নারী-পুরুষ যদি পরস্পরের সম্মতিতে বিবাহ করে, কাউকে লোভ দেখানো বা প্রতারণা না করা হয়, তাহলে বলা যাবে না যে, ধর্মান্তররে উদ্দেশ্যে ওই বিবাহ হয়েছিল”।
2021-09-12