বুধবার কুন্নুড়ে হেলিকপ্টার ক্র্যাশে সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ ১৩ সেনা আধিকারিক প্রাণ হারিয়েছেন। এটা নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা, সেই প্রশ্ন উঠছে দেশ জুড়েই। এর মধ্যেই বৃহস্পতিবার সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনবহিনীর যৌথ তদন্ত কমিটি গড়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আসল সত্য সামনে আনবে বলে প্রতিশ্রুতি দেন রাজনাথ।
এদিন বিবৃতি পাঠের শুরুতে প্রয়াত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী। তারপর বলেন, ‘চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। সেনার হাসপাতালে চিকিৎসা চলছে একমাত্র দুর্ঘটনায় জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের। নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন করা হবে’।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কপ্টার দুর্ঘটনার আগের মুহূর্তের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বিপিন রাওয়াত যে কপ্টারে যাচ্ছেন, স্বল্প উচ্চতায় থাকা সেই হেলিকপ্টারে হঠাৎই ধোঁয়া ধোঁয়া এক হাওয়ায় অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপরই তীব্র একটি বিকট শব্দ। সব মিলিয়ে ভিডিও নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে।
এদিকে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটির ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা। এ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলেই ধারনা প্রশাসনিক মহলের। যার ফলে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা সহজ হবে।