২০১৫ সালের প্যারিস আক্রমণের মূল আসামি ওই হত্যালীলার বিচারের সময় বিচারপতির উদ্দেশ্যে হঠাৎ চিৎকার করে বলে সে ইসলামিক স্টেটের সেনা।
সালাহ আব্দেস্লাম, ৩১, সম্ভবত ওই জঙ্গিগোষ্ঠীর সম্ভবত একমাত্র সদস্য যে এখনো জীবিত আছে। সে এবং তার গ্রুপের সদস্যরা অতর্কিতে বন্ধুক ও বোমা নিয়ে ৬ টি রেঁস্তোরা, বারে হামলা করে। ওই হামলায় ১৩০ জন মারা যায় ও কয়েকশো লোক হতাহত হয়।
কালো মাস্ক ও পোশাক পরিহিত ওই মরোক্কোর বংশোদ্ভূত অপরাধী প্যারিস কোর্টকে বলে, “আমি ইসলামিক স্টেটের সেনা হওয়ার জন্য চাকরি চেয়েছিলাম”।
কোর্টের প্রধান বিচারপতি তার নাম জিজ্ঞেস করলে সে ইসলামীয় শাহাদা অর্থাৎ প্রতিজ্ঞার ধারায় সজোরে বলে “একমাত্র আল্লা ছাড়া আর কোনো ঈশ্বর নেই এবং মোহম্মদ হলো আল্লার দাস”।
আটজন লোক যারা ওই আক্রমণ থেকে প্রাণে বেঁচে ছিলেন তাঁদের পক্ষে সওয়াল করতে গিয়ে ভিক্টর আদোও বলেন আব্দেস্লামের উক্তি হিংস্র ও ভয়াবহ।
প্রায় ছয় বছর আগে ঘটে ওই আক্রমণের দায় স্বীকার করে ইসলামিক স্টেট্ বলে ইরাক ও সিরিয়ায় ইসলামিক জঙ্গিদের আক্রমণের শাস্তি হিসেবে ফ্রান্স আক্রান্ত হয়েছে।