রক্তচাপ বাড়ছে কংগ্রেসের৷ মধ্যপ্রদেশে আয়কর দফতরের তল্লাশি ঘিরে রীতিমতো বেকায়দায় সেরাজ্যের কংগ্রেস সরকার৷ ইতিমধ্যেই ২৮১ কোটি টাকার নথিহীন অর্থ উদ্ধার হয়েছে৷ তল্লাশি অভিযানের তিন নম্বর দিন অর্থাৎ মঙ্গলবারও এই তল্লাশি জারি রয়েছে৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়ি ও অফিসে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা৷
এদিন তল্লাশি করা হয় মুখ্যমন্ত্রীর অফিসার অন স্পেশাল ডিউটি প্রবীণ কক্কড়ের ঘনিষ্ঠ অশ্বিন শর্মার বাড়িতে৷ গোটা এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে৷ ইতিমধ্যেই তাঁর বাড়ি থেকে ১০ কোটি টাকা উদ্ধার হয়েছে৷ পাওয়া গিয়েছে গুরুত্বপূর্ণ কিছু নথি৷ সেসব খতিয়ে দেখা হচ্ছে৷ অশ্বিন শর্মা একটি স্বেচ্ছাসেবী সংস্থার মালিক৷ তার কাছে এত টাকা কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে৷
গত তিন দিন ধরে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা, যেমন ইন্দোর, ভোপালের মতো গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি অভিযান চলেছে৷ দিল্লিতে কোনও বড় রাজনৈতিক দলের সদর দফতরে এই অর্থ পাঠানোর পরিকল্পনা ছিল বলে সূত্রের খবর৷
শুধু অশ্বিন শর্মা নয়, প্রবীণ কক্কড়ের ছেলে সলিলকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কারণ কক্কড়ের বেসিরভাগ কোম্পানি সলিলের নামে৷ তবে গোটা ঘটনাকে রাজনৈতিক উদ্দ্যেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছেন কক্কড়৷ তাঁর দাবি এটা আয়কর দফতরের নয়, রাজনৈতিক তল্লাশি৷ আধিকারিকরা কোনও আপত্তিজনক নথি বা গয়না উদ্ধার করতে পারেননি৷ আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনও সম্পত্তি উদ্ধার করতে পারেনি তারা৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথও এই বিষয়ে সরব হয়েছেন৷