সঙ্ঘপ্রধান মোহনজীর বক্তব্য নিয়ে কদিন ধরেই বেশকিছু হিন্দু দরদীরা হিন্দু সংগঠনের বিরোধিতা করে জেহাদীদের সাহায্য করে নিজেরা হিন্দুদের নেতা হতে চাইছেন । আমি জানিনা তারা কতোজন মুসলিম হত্যাকরে ভারতে মুসলিম জনসংখ্যা কমিয়েছে , বা কী মহামারী হিন্দুদের জন্য করেছে । । তবে আমি এটা জানি সঙ্ঘ ভারতপ্রেমী ও মানবতাবাদীদের সর্বদাই পক্ষে বসুধৈব কুটম্বকম হিন্দু দর্শনে বিশ্বাসী যা মোটা মাথায় ঢুকবে না । স্বয়ংসেবকরা কোথায় কীভাবে সমাজকে সুরক্ষা দিয়েছে তাদেরকে জানানোর প্রয়োজন বলেও মনে করিনা ।( তপনদাও একজন স্বয়ংসেবক প্রচারক ছিলেন ।) কারন যারা রাষ্ট্র তপস্বীদের সমস্ত ত্যাগ তিতিক্ষা অস্বীকার করে সোশ্যাল নেটওয়ার্কে কুকথা প্রচার করতে পারে তাদের প্রতি বিশ্বাস করা যায় ? যারা মোহনজীর গভীর কথা অধ্যয়ন না করে কুকথা বলছেন , তাদের বলি ভারতের যারা ক্ষতি করেছে একশ্রেণীর বহিরাগত মুসলিম যেমন করেছে , একইভাবে জয়চাঁদ, উদয়ভান, মুলায়মসিং যাদবদের মতো হিন্দুদের ইতিহাসটাও পড়ুন । আধুনিক বিশ্বে গণতান্ত্রিক পক্রিয়ায় সঙ্ঘ ৩৫ টি সংগঠন দেশের ভালো স্বার্থে যা করার তা করছে । কোথাও যদি মনে হয় কম হচ্ছে , সঙ্ঘ এটা করতে পারছে না , তাহলে তো আপনারা সেটা করুন , কিন্তু হিন্দু সংগঠনের বিরোধিতা করে আপনারা কী বোঝাতে চাইছেন ? স্বধর্ম সংগঠনের বিরোধিতা করাটাও মুসলিমদের কাছে শিখুন ।
যাইহোক হিন্দুহিতৈষীদের কুরুচিপূর্ণ পোষ্ট বন্ধহোক এটাই আশা করি । মতান্তর হবে কিন্তু মনান্তর করে দূর্বল করবেন না হিন্দু সমাজকে । ব্যাক্তি সমস্যা বলতে গিয়ে সংগঠনকে তুলোধনা করেছেন তাই ক্রোধ হলেও সম্মান জানিয়েই বলছি এসব বন্ধ করুন ।
হিন্দু সংগঠন করার লক্ষ্যে ডাক্তারজীর বাণী দিয়ে শেষ করলাম ।
প্রতিটি মানুষেরই আত্মরক্ষার অধিকার আছে।অপর কে হত্যা করা অপরাধ, কিন্তু আত্মহনন করা ও সমান ক্ষতিকারক।ইহার ফলে হিন্দু সমাজের অনেক ক্ষতি হইয়াছে। ভারতবর্ষে পুর্বে সকলেই হিন্দু ছিল। কিন্তু আজ তাহার কয়েক কোটি ধর্মান্তরিত হইয়াছে।এইসব ধর্মান্তরিত মানুষের নাড়িতে আজ ও হিন্দু রক্ত প্রবাহিত হইতেছে। বর্তমান অবস্থা দেখিয়া আমরা বুঝিতে পারি হিন্দু সমাজের কী ভীষন ক্ষতি হইয়াছে।
হিন্দু সমাজের প্রতি উদাসীন না থাকিয়া নিজ সমাজ কে শক্ত সামর্থ্য করিয়া তোলার চেষ্টা করিতে হইবে।এই প্রয়াসের ফলেই আমরা জগৎ সভায় শক্তিশালী রাষ্ট্ররূপে আবির্ভূত হইব।কেবল তখনই আমরা পৃথিবীতে সত্য ও অহিংসার আদর্শ প্রতিষ্ঠা করিতে পারিব।(ডাক্তার জীর বাণী পৃষ্ঠা ৫১)#@ শুভেন্দু সরকারদা
2021-07-07