দলে যোগ দিয়েই টিকিট পেয়েছিলেন। কিন্তু ভোটে জিততে পারেননি। তাতে কুছ পরোয়া নেহি। দলনেত্রীর নজর টেনে নিতে পেরেছেন তিনি। আর তারই পুরস্কারস্বরূপ সায়নী ঘোষের হাতে যুব তৃণমূলের সভাপতির পদ তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটাকেই তীব্র কটাক্ষে বিঁধলেন বিজেপি নেতা তথাগত রায়।
তৃণমূলে যোগ দেওয়ার পরেই সায়নীর একটি পুরনো টুইট ভাইরাল হয়েছিল। সেখানে শিবলিঙ্গে কন্ডোম পরানোর ছবি পোস্ট করেছিলেন তিনি। যুব সভাপতির পদ পাওয়ার পর সেই টুইটের প্রসঙ্গ টেনেই সায়নীকে আক্রমণ শানালেন তথাগত। সঙ্গে একহাত নিলেন মমতাকেও। সোমবার দুপুরে একটি টুইটে তথাগত লেখেন, ‘শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে (কবে পরিয়েছিলেন সেটা অবান্তর) আমার মতন তাবৎ হিন্দুকে, বিশেষত শিবভক্তদের, চরম অপমান করেছেন সায়নী ঘোষ। তাকে উত্তরোত্তর সম্মান দিয়ে হিন্দুদের কি বলতে চাইছেন মমতা? ‘আমি ভোটে জিতেছি, এবার যা খুশি করব। তোরা অসহায় হিন্দুরা কি করতে পারিস’ !
এই নিয়ে প্রথমবার নয়, এর আগেও সায়নীর সঙ্গে বিতণ্ডায় জড়ান তথাগত। সায়নীর শিবলিঙ্গে কন্ডোম পরানোর পোস্ট ‘প্রকাশ্যে’ আসতেই তোপ দেগেছিলেন তথাগত। সায়নীর সঙ্গে দীর্ঘ টুইট যুদ্ধেও জড়ান তিনি। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে সায়নীর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন তথাগত। সেই সময় প্রকাশ্যেই টলি অভিনেত্রীকে সমর্থন করেছিলেন মমতা। ভোট প্রচারের ভরা জনসভা থেকে ‘একটা বাচ্চা মেয়ের’ পিছনে লাগার অভিযোগ করেছিলেন মমতা। এমনকী সায়নীর গায়ে কেউ হাত দিয়ে দেখাক বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন।
আপাতত সেই অধ্যায় অতীত। ভোটে হেরেও সায়নী দলনেত্রীর নেকনজরে এসেছেন। পেয়েছেন যুব তৃণমূলের সভাপতির পদ। দায়িত্ব নিয়ে বলেছেন, ‘২০২৪-এ লড়াই নয়, আরও বড় খেলা হবে’। তবে তথাগতর এই টুইট নিয়ে এখনও প্রতিক্রিয়া দেননি সায়নী।