উত্তরপ্রদেশে ফের আরও একবার যোগী সরকার আসার পর থেকেই অপরাধীদের চিন্তা বেড়ে গিয়েছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ গত ১০ ই মার্চ ফের একবার বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করার পর থেকেই অপরাধীরা দলে দলে আত্মসমর্পণ করে যাচ্ছে। আসলে, অপরাধীরা ভয়ে থানায় এসে আত্মসমর্পণ করে যাচ্ছে। সেক্ষেত্রে, তাদের একটাই দাবি, ”গুলি করবেন না স্যার।” আসলে তাদের ভয় এনকাউন্টারের।
কারণ অতীতে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশ এনকাউন্টার সাফ করে দিয়েছে অপরাধীদের। সেই কারণে দ্বিতীয়বারের মতো যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকে অপরাধীরা একে একে আত্মসমর্পণ করে চলেছে। মঙ্গলবার চান্দৌলি জেলার আলিনগর থানায় দেখা গেল কুখ্যাত অপরাধী আশিস বিশ্বকর্মা হাতে প্ল্যাকার্ড ঝুলিয়ে পৌঁছে গেল থানায়। সেখানে নিজের পরিচয় দিয়ে দাগি আসামি জানায়, ”আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করতে এসেছি। দয়া করে আমাকে গুলি করবেন না।” প্রসঙ্গত, আশিস বিশ্বকর্মার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, সে এক মহিলার চেন চুরি করে কৈলাশপুরীতে। এরপর বারাণসীর রাজাতালাবের মির্জামুরাদের পেট্রোল পাম্পে গিয়ে সেখানকার এক কর্মীকে লুঠ করে।
আরো পড়ুন : বিহার বিধান পরিষদ নিজেদের দখলে রাখল বিজেপি-জেডিইউ জোট, কংগ্রেস তলানিতে
পুলিশ তার খোঁজে ২৫ হাজার টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছিল। পুরস্কার ঘোষণা হওয়ার পর থেকে সে বহুদিন গা ঢাকা দিয়েছিল। মঙ্গলবার এসও একটি বিবৃতি জারি করে জানিয়ে দেয়, ‘বর্তমানে দুষ্কৃতীকে আমাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, তার ক্রিমিনাল রেকর্ডের তথ্য খোঁজা হচ্ছে। এরপর তার বিরুদ্ধে মামলা করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১৭ হাজার টাকা। পাশাপাশি, উদ্ধার করা হয়েছে ৩১৫ বোরের একটি পিস্তল।