তৃণমূল-বিজেপি সংঘাত নতুন মাত্রা পেল। বাংলার দুর্নীতি নিয়ে এবার লোকসভায় সরব হলেন দিলীপ ঘোষ। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন মমতা সরকারকে। আক্ষেপের সুরে দিলীপ বলেন, ‘আমি এমন একটা রাজ্য থেকে আসি যেখানে শৌচালয়ের টাকাও আত্মসাৎ হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জেলে’।
লোকসভায় মঙ্গলবার বিজেপি সাংসদ বলেন, ‘আমার ভাগ্যই খারাপ আমি বাংলা থেকে এসেছি। কারণ সেখানে যে সরকার রয়েছে তারা সড়ক যোজনার টাকা আত্মসাৎ হয়েছে। মনরেগার টাকা লুট হয়। আবাস যোজনার টাকায় দুর্নীতি হয়। এমকী শৌচালয়ের টাকাও আত্মসাৎ হয়’।
এরপর রাজ্যের স্বাস্থ্য ব্যবসার বেহাল দশার অভিযোগ তুলে দিলীপ বলেন, ‘বাংলার হাসপাতালে চিকিৎসকদের পাওয়া যায় না। চিকিৎসার জন্য ওড়িশা-মুম্বই-ভেলোর যেতে হয়। অথচ এখানে কোনও সুবিধা নেই। আর সব থেকে বড় দুর্নীতি হয়েছে শিক্ষা-ব্যবস্থায়। যে সকল ছেলে-মেয়েরা এসএসসি পাশ করেছেন তাঁরা এখন ধর্নায় বসে আসেন রাস্তায়। ওদের চাকরি চাই অথচ ওদের চাকরি নেই’।