পঞ্চ দফায় একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে। যার মধ্যে অন্যতম মোদী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজনাথ সিং। ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানালেন তিনি।
সোমবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ কেন্দ্রে হাজির হন রাজনাথং সিং। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে ভোটারদের উপর। মানুষ কাকে বেছে নেবে, সেই সিদ্ধান্ত নেওয়ার আধিকার আছে জনগণের।’ তবে তিনি এও বলেন, আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হচ্ছেন।
পঞ্চম দফায় উত্তরপ্রদেশের ১৪টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। যার মধ্যে ১২টিতেই গত নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি। শুধুমাত্র আমেঠি ও রায়বেরেলিতে জয়ী হয়েছিল কংগ্রেস।
এদিকে এবার রাজনাথ সিং-এর বিরদুদ্ধে লড়বেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। সদ্য রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। লড়ছেন সপার টিকিটে। তাই লখনউ এবার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
১৯৯১ থেকে ২০০৯ পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ২০১৪ থেকে এই কেন্দ্রে লড়ছেন রাজনাথ। গত বছর কংগ্রেস নেত্রী রীতা বহুগুণা যোশীকে পরাজিত করেছিলেন রাজনাথ সিং।